করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে ইতালিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
দেশটির হাজার হাজার প্রবাসী বাংলাদেশি সকাল থেকে ঈদের জামাতে নামাজ আদায় করেছেন।
প্রতি বছরের মতো এবারো ইতালির রাজধানী রোমসহ বিভিন্ন জায়গায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ইতালিতে প্রায় ৫০টির মতো ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
ইতালিতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানী রোমের পিয়াচ্ছা ভিত্তোরিও পার্কের খোলা মাঠে।
এছাড়াও মিলান, ভেসেন্সা, কাতানিয়া, আনকোনা,রিমিনি, ভেনিস, নোভারা, ভারেজে, গালারাতে, লিগ্নিয়ানো, কোমো, লেক্কো, পিয়েলতেল্লো, ব্রেসিয়া, মোনছা, কারনাতে সহ মিলান লোম্বার্দীয়ার বিভিন্ন শহরে সংশ্লিষ্ট থানার (কস্তুরার) অনুমতি নিয়ে ঈদের জামায়াতের আয়োজন করে প্রবাসী মুসলিমরা।
ইতালির রাজধানী রোমে কোরবানির অর্ডার দিয়ে কোরবানি দিয়েছে বাংলাদেশি ব্যবসায়ীরা। কেউ আবার ব্যক্তি উদ্যোগে কোরবানি দিয়েছেন।
ইতালির বিভিন্ন শহরে প্রায় ২ লাখ ৬০ হাজার বাংলাদেশির বসবাস।