দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের স্মরণে শনিবার (৪ এপ্রিল) জাতীয় শোক পালন করবে চীন।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিয়ানহুয়া জানিয়েছে, শোক দিবসটি পুরো চীনে ও বিদেশে চীনের সব দূতাবাস এবং কনস্যুলেটে পালন করা হবে। ওই দিন দেশটির সব পাবলিক বিনোদনমূলক কার্যক্রম স্থগিত থাকবে।
এছাড়া শনিবার সকাল ১০টায় মৃতদের জন্য শোক জানাতে একযোগে তিন মিনিট নীরবতা পালন করবেন চীনের জনগণ।
উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রথমে চীনে দেখা দিলেও এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত দেশটিতে ৮১ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন তিন হাজার ২০০ জনেরও বেশি।