চীনের হুবেই প্রদেশে পাঁচ দিন পর নতুন করে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে টানা পাঁচ দিন নতুন করে কোনো করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়নি।
তবে এ কয়েকদিনে অন্য দেশ থেকে আসা বেশ কয়েকজনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছিল। চীনের স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় উহানে করোনা আক্রান্ত সাতজনের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, উহান থেকে সূত্রপাত হওয়া করোনাভাইরাসের প্রকোপ সারা বিশ্বে বাড়লেও সম্প্রতি চীনে কমে এসেছে। এছাড়া চীনে আক্রান্তদের সিংহভাগই সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।আর মারা গেছেন তিন হাজার ২৭০ জন।