চীন থেকে সূত্রপাত করোনাভাইরাস পৌঁছেছে বিশ্বের সব প্রান্তেই । সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এই মহামারিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪ হাজারের বেশি মানুষ আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ হাজার জন।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ও মিটারের দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত করোনাভাইরাস ছড়িয়ে বিশ্বের ১৮৮টি দেশে । তবে সব দেশে এখনও করোনাভাইরাস ভয়াবহ রূপ ধারণ করেনি।
রোববার (২২ মার্চ) সকাল ৯টায় এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত সংস্থাটির তথ্য বলছে, এখন পর্যন্ত এই করোনাভাইরাসে সব থেকে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে চীনেই । দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৫৪ জন ও মারা গেছেন ৩ হাজার ২শ ৬১ জন।
চীনের পরেই সব থেকে বেশি আক্রান্ত হয়েছে ইউরোপের দেশ ইতালিতে । দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ৫ শত ৭৮ জন ও মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে ইতালিতে ৪ হাজার ৮শ ২৫ জনে দাঁড়িয়েছে।
আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২৬ হাজার ৬৮৬ জন আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন ৩৪০ জন।
চতুর্থ: স্পেন । দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৪৯৬ এবং মারা গেছেন ১ হাজার ৩শ ৭৮ জন।
পঞ্চম: জার্মানি। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ২শ ৬৪ জন এবং মৃতের সংখ্যা ৮৪।
ষষ্ঠ: ইরানে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৬১০ জন। প্রাণহানি হয়েছে ১ হাজার ৫শ ৫৬ জনের।
সপ্তম: ফ্রান্স। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৪শ ৫৯ জন এবং মারা গেছেন ৫শ ৬২ জন।
অষ্টম : সাউথ কোরিয়াইয় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৮শ ৯৭ জন এবং মৃতের সংখ্যা ১শ ৪।
নবম: সুইজারল্যান্ডে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৮শ ৬৩ জন এবং মৃতের সংখ্যা ৮০।
দশম: যুক্তরাজ্য। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১৮ জন এবং মারা গেছেন ২ শত ৩৩ জন ।