করোনায় ইতালিতে এক বাংলাদেশির মৃত্যু

, প্রবাসী

ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে | 2023-08-18 01:58:14

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ইতালিতে এক প্রবাসী বাংলা‌দে‌শির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) স্থানীয় সময় রাত ৮টায় মিলানের নিগোয়ারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি।

জানা যায়, ১৫ দিন আগে অসুস্থ হয়ে ইতালির মিলান শহরের নিগোয়ারা হাসপাতালে ভর্তি হন গোলাম মাওলা নামে ওই ব্যক্তি। সেখানে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। হাসপাতালে এ ভাইরাসের সঙ্গে লড়াই করার পর সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।

জানা গেছে, তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন। পুরো পরিবারকে হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে । মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছে।

ওই বাংলাদেশির মরদেহ মিলানের নিগোয়ারা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে কীভাবে, কখন হস্তান্তর করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

তার গ্রামের বাড়ি নোয়াখালী । ইতালির বাণিজ্যিক শহর মিলানের বাসিন্দা ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ওই ব্যক্তি।

এদিকে তার মৃত্যুতে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ সম্পর্কিত আরও খবর