মালয়েশিয়ার মাইগ্রেন্ট রিপেট্রিয়েশন প্রোগ্রামে (পিআরএম) নিবন্ধিত বাংলাদেশিরা আগামী ২১ মার্চ পযর্ন্ত দেশে ফিরতে পারবেন।
মঙ্গলবার (জানুয়ারি ২১) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিআরএম এর আওতায় অনিয়মিত প্রবাসী বাংলাদেশিদের দেশে প্রত্যাবর্তনের সুযোগ দেয়া হয়েছিল। মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত ১ মার্চ ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পযর্ন্ত অনিয়মিত বাংলাদেশিদের সময় নির্বিশেষে সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত বা ১২ হাজার টাকা জরিমানা প্রদান করে সহজে দেশে ফেরার সুযোগ প্রদান করা হয়। তবে ওই সময়ের মধ্যে পিআরএম এ নিবন্ধন করলেও নানা ধরনের জটিলতায় অনেকেই দেশে ফিরতে পারেননি।
গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধিত যারা বাংলাদেশে ফিরতে পারেননি তাদের জন্য আগামী ২৫ মার্চ পযর্ন্ত সময় বৃদ্ধি করা হয়েছে।