ব্যাংকক, থাইল্যান্ড: মালয়েশিয়ায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ছুটির দিনেও হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক জরুরী বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশন জানায়, কুয়ালালামপুরের ৯ এবং ১০ জালান সুলতান ইয়াহিয়া পেত্রায় দূতাবাস কার্যালয়ে আগামী শনিবার (১৮ জানুয়ারি) এবং রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে রাত ১০ টা পর্যন্ত বিশেষ ব্যবস্থায় নিরবিচ্ছিন্নভাবে পাসপোর্ট বিতরণ করা হবে।
দূতালয় প্রধান ও কাউন্সেলর (রাজনৈতিক) প্রনব কুমার ভট্টাচারর্য্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেবা প্রার্থীরা অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস যাচাই করে ডেলিভারি স্লিপসহ হাইকমিশন কার্যালয়ে আসতে হবে। উল্লেখিত সময়ের মধ্যে আসলে পাসপোর্ট পেয়ে যাবে।