আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

, প্রবাসী

সংযুক্ত আরব আমিরাত (দুবাই) থেকে তোফায়েল পাপ্পু | 2024-01-25 20:33:13

 

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ নুরুল আমিন (৩৪)। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে ৷ তিনি হাটহাজারির আলাওল পাড়ার ফতেহপুর গ্রামের মৃত জেবল হোসেনের তৃতীয় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৪ জানুয়ারি) আমিরাতের উম্মুল কুয়াইন শহরে রাস্তা পারাপারের সময় গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আহত হন আমিন।

পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রীর বড় ভাই সাজ্জাদ হোসেন জানান, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে। আমিরাতের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তার মরদেহ দেশে পাঠানো হবে।

এ সম্পর্কিত আরও খবর