প্রবাসীদের ক্ষতিপূরণের ৩ মিলিয়ন ডলার দিয়েছে সৌদি আরব

, প্রবাসী

রিয়াদ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-12-22 18:52:00

প্রবাসীদের ক্ষতিপূরণ হিসেবে ৩ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছে সৌদি আরবের রিয়াদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস। আন্তর্জাতিক অভিবাসী দিবসে ঢাকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে এই অর্থ পাঠানো হয়।

আন্তর্জাতিক অভিবাসী দিবসে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ঢাকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে ক্ষতিপূরনের এ অর্থ পাঠানো হয়েছে।

সৌদি আরবে নভেম্বর মাসের বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করা ৬৫ জন বাংলাদেশি কর্মীর বকেয়া পাওনা,মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও ব্লাডমানি হিসেবে আদায়কৃত ২.৯ মিলিয়িন মার্কিন ডলার ঢাকাস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের "Death Compensation Fund" এ প্রেরণ করা হয়েছে।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এর নির্দেশে দূতাবাসের শ্রম কল্যাণ উইং সৌদি আরবে মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় জোরদার কার্যক্রম শুরু করেছে।

মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় আরো দ্রুতর করার জন্য ইতোমধ্যে দুইটি সৌদি ল'ফার্ম নিয়োগ দেয়া হয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর