বিপুল উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বইমেলা ও বঙ্গ সংস্কৃতি উৎসব। রোববার (৬ নভেম্বর) এই মেলার সমাপ্তি হবে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কনস্যুলেট প্রাঙ্গণে শুক্রবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় তিন দিনব্যাপী এ বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব কবি কামাল আব্দুল নাছের চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। মেলায় ৭৪টি স্টলের মধ্যে ৩০টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। অন্যগুলোতে বিভিন্ন শপ অংশ নিয়েছে।
বই মেলায় প্রবাসে অবস্থানরত কবি সাহিত্যিকদের বই উপস্থাপনের সুযোগ দেয়া হয়েছে।
বই মেলার পাশাপাশি বঙ্গবঙ্গসংস্কৃতি উৎসবকে জমকালো করে তুলতে কাজ করেছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক গোষ্ঠী।
বাংলাদেশ কমিউনিটি নেতা শেখ ফরিদ আহমেদ বলেন, এই বইমেলা এক নতুন যাত্রা শুরু হলো। এটা বাংলা সাহিত্যে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।
বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, প্রথমবারের মতো এই বই মেলার আয়োজন করা হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে বই মেলায় সকলে অংশ নিয়েছে।
মধ্যপ্রাচ্যের প্রবাসীদের প্রত্যাশা এই বইমেলা এক নতুন দিগন্ত সৃষ্টি করবে।