বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির শেখ তামিম

, প্রবাসী

তাইফুর রহমান, বার্তা২৪.কম, কাতার | 2023-09-01 03:13:11

 

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কাতার-বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে যাচ্ছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।

কাতারে ফুটবল বিশ্বকাপের পরপরই তিনি এ সফর করবেন। ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী মাহদি সাইদ আল কাহতানি মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই সফর নিশ্চিত হওয়ার কথা জানান। কাতারের রাষ্ট্রদূত বলেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পাঠানো আমন্ত্রণপত্র কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। রাষ্ট্রদূত এ সংক্রান্ত একটি চিঠি কাতারের পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

বৈঠকে কাতারের রাষ্ট্রদূত আগামী দিনে বাংলাদেশের পক্ষে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশে প্রথমবারের মতো আয়োজন হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আগামী ২০ নভেম্বর থেকে কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এদিকে কাতারে ফুটবল বিশ্বকাপের পরপরই কাতারের আমির সফর করবেন বাংলাদেশে এমন খবরে নতুন আশা ও উদ্দীপনা দেখা দিয়েছে কাতার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।

এ সম্পর্কিত আরও খবর