কাতারে পুলিশি তৎপরতা, কঠিন পরিস্থিতিতে প্রবাসীরা!

, প্রবাসী

তাইফুর রহমান, বার্তা২৪.কম, কাতার | 2023-09-01 12:35:53

বিশ্বকাপে আগত ভিজিটরদের কাছে কাতারের রাজধানী দোহাকে পরিচ্ছন্ন এবং পরিপাটি দেখানোর জন্য এক ক্যানসেলেশন (উচ্ছেদ) কার্যক্রম শুরু করেছে দেশটির আবাসন সংস্থা বা বালাদিয়া কর্মকর্তারা। এর ফলে মহাসংকটে পড়েছে কাতারের দোহাতে বসবাসরত প্রবাসীরা।

কাতারের দোহা শহরের নাজমা, দোহা জেদিদ, ফিরোজ আবদুল আজিজসহ বেশ কিছু এলাকায় বিল্ডিং ক্যান্সেল করা হচ্ছে। মূলত যেসব এরিয়াতে বাংলাদেশিদের বসবাস বেশি বা ঘনবসতি, সেগুলো উচ্ছেদ করা হচ্ছে।

এতে করে জটিল সমস্যার মধ্যে পড়েছে বাংলাদেশসহ অন্যান্য দেশের প্রবাসীরা। দীর্ঘদিন ধরে বসবাস করা সাধারণ প্রবাসীদেরকে একদিনের নোটিশে অন্যত্র চলে যাবার জন্য বলা হচ্ছে কাতার প্রশাসন থেকে।

এ নিয়ে বার্তা২৪.কমের মুখোমুখি হয় কাতারের বাংলাদেশ কমিউনিটির কিছু সদস্য। তারা বলেন, যারা সমস্যার সম্মুখীন তাদের আগামী ৩ থেকে ৪ মাসের জন্য ঘনবসতি এলাকা ত্যাগ করে নিরাপদ এরিয়াতে বাসাভাড়া নিন। বর্তমানে যারা দোহাতে আছেন তারা ভিলার সামনে বা রুমের সামনে কিছু না রাখাই ভালো এবং ভিলার অভ্যন্তরীণ সবকিছু ক্লিন রাখুন। প্রয়োজন ছাড়া বাকালা, সুপারশপ এবং রেস্টুরেন্টে আড্ডা দেওয়া থেকে বিরত থাকুন।

মূলত বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশ-বিদেশ থেকে আগত ফুটবলপ্রেমী ও পর্যটকদের কাছে দোহাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি শহর হিসেবে দেখাতে এই উদ্যোগ নিয়েছে সরকার ৷ বিশ্বকাপ ফুটবল খেলার আমেজ শেষ হলেই আবার স্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে।

এ সম্পর্কিত আরও খবর