সেপ্টেম্বরে এক লাখের বেশি পর্যটকের মালদ্বীপ ভ্রমণ

, প্রবাসী

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ | 2023-08-30 01:36:56

সেপ্টেম্বরে এক লাখের বেশি পর্যটক মালদ্বীপ ভ্রমণ করেছেন। দেশটির অভিবাসন পরিসংখ্যান থেকে এই তথ্য জানিয়েছে।

গত বছরের সেপ্টেম্বরের তুলনায় পর্যটক আগমন বেড়েছে দেশটিতে।

মালদ্বীপ ইমিগ্রেশনের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর মাসে এক লাখ ১১ হাজার ৯৮৬ পর্যটক মালদ্বীপ ভ্রমণ করেছেন।

মালদ্বীপে সবচেয়ে বেশি সংখ্যক পর্যটক এসেছেন রাশিয়া, ভারত ও যুক্তরাজ্য থেকে। এই সময়ের মধ্যে, রাশিয়া থেকে ২০ হাজার ৩৪১ জন। প্রতিবেশী দেশ ভারত থেকে ১৫ হাজার ৩৯৫ জন। যুক্তরাজ্যে থেকে ৮ হাজার ৮৫২ জন পর্যটক এসেছেন।

সেপ্টেম্বর মাসে নতুন দেশ থেকে পর্যটকদের সংখ্যা বেড়েছে। চলতি বছরের আগস্টের তুলনায় গত মাসে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে আসা পর্যটকের সংখ্যা বেড়েছে।

মালদ্বীপে পর্যটনের মৌসুম আসছে এবং আগামী দিনেগুলোতে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী মালদ্বীপের পর্যটক মন্ত্রণালয়।

 

এ সম্পর্কিত আরও খবর