মধ্যপ্রাচ্যের দেশ কাতারে মেয়ে পথশিশুদের নিয়ে আয়োজিত ফুটবল খেলতে মধ্যপ্রাচ্যের দেশ কাতারর আসছে বাংলাদেশের সুবিধা বঞ্চিত একদল নারী পথ শিশু।
কেএফসি'র পৃষ্ঠাপোষকতায় আগামী ৮ থেকে ১৫ অক্টোবর কাতারের দোহায় পথশিশু বিশ্বকাপে ১০ জন সুবিধাবঞ্চিত মেয়েদের একটি দল নিয়ে যাচ্ছে বেসরকারি একটি সংস্থা লিডো।
এর আগে কেএফসির গুলশান শাখায় দলটির কাছে জার্সি হস্তান্তর করে ট্রান্সকম ফুডস লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এ সময় দোহায় পথশিশু বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১০ নারী পথশিশু, কোচ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় ট্রান্সকম ফুডসের কর্মকর্তারা বলেন, অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাসই পারে সফল হওয়ার পথে এগিয়ে নিয়ে যেতে। বাংলাদেশ থেকে যাত্রার শুরু থেকেই কেএফসি আলোকবর্তিকা হাতে সমাজে আশার আলো ছড়াতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। সমাজের সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য কিছু করতে পেরে আমরা খুবই আনন্দিত। আগামীতেউ পথশিশুদের জন্য আরো অনেক কিছু করার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সকম ফুডস ও কেএফসির শীর্ষ কর্মকর্তারা।
উল্লেখ্য, গোটা বিশ্বের মনোযোগ এখন কাতারের দোহায়। এবার বিশ্বকাপ ফুটবলের আসর বসছে মধ্যপ্রাচ্যের দেশে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দোহায় অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। ২৬ দেশ নিয়ে দোহায় অনুষ্ঠিত হবে পথ শিশুদের বিশ্বকাপ আর সেই বিশ্বকাপে বাংলাদেশের নারী পথ শিশুরা অংশগ্রহণ করবেন ।