লিসবনে বরিশাল অ্যাসোসিয়েশন পর্তুগালের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

, প্রবাসী

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 05:45:35

পুর্তগালের রাজধানী লিসবনে বৃহওর বরিশাল অ্যাসোসিয়েশন অব পর্তুগালের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) লিসবনের একটি স্থানীয় হল রুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে পর্তুগালে  অবস্থানরত বৃহত্তর বরিশালের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কমিটির সভাপতি শাহীন সাঈদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রতিষ্ঠাতা সেক্রেটারি মিজানুর রহমান খান, বর্তমান সেক্রেটারী এম কে নাসির, মহিলা সম্পাদিকা মারিয়া অলী, উপদেষ্টা মাওলানা হেলাল উদ্দিন সহ-সভাপতি আবদুস সালাম ও  ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রয়েলসহ কমিটির  সদস্যবৃন্দ । অনুষ্ঠান পরিচালনা করেন কমিউনিটির প্রচার সম্পাদক স্বপ্নীল নিশান।


অনুষ্ঠানে বক্তারা পর্তুগালে বসবাসকারী বাংলাদেশী কমিইনিটির সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন। তারা কাজের মাধ্যেমে পর্তুগালের মূলধারায় আরো বেশী করে সম্পৃক্ততা, দেশের সুনাম বৃদ্ধি ও দুই দেশের মধ্যে সম্পর্ককে আরো উন্নত ও দৃড় করার জন্য সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে নতুন কমিটির পক্ষ থেকে উপদেষ্টা জনাব মিজানুর রহমান খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর