পর্তুগালের সোশালিস্ট পার্টিতে শতাধিক বাংলাদেশির যোগদান

, প্রবাসী

প্রবাস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 02:18:39

পর্তুগালের রাজধানী লিসবনে শুক্রবার (১৮ মার্চ) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক বাংলাদেশি পর্তুগালের সোশ্যালিস্ট পার্টিতে যোগদান করেছেন।

পর্তুগালের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, অনেক বাংলাদেশি সংগঠনের প্রতিষ্ঠাতা, পর্তুগাল সোশ্যালিস্ট পার্টির দুই মেয়াদের সাবেক এসেম্বলি কাউন্সিলর ও স্থানীয় সোশ্যালিস্ট পার্টি নেতা রানা তাসলিম উদ্দিনের নেতৃত্বে এই শতাধিক বাংলাদেশি দলে যোগ দেন। পর্তুগালের সোশালিস্ট পার্টিকে  প্রবাসীবান্ধব দল হিসেবে বিবেচনা করা হয়। ইতিপূর্বে তারা বেশ কিছু আইন পাশ করেছে যাতে প্রবাসীরা ব্যাপক উপকৃত হয়েছেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পর্তুগাল সোস্যালিস্ট পার্টির ফাউন্ডিং সদস্য ড. জোসে লেইতাও, বর্তমানে লিসবন মিউনিসিপ্যাল এর ভাইস প্রেসিডেন্ট ও পাঁচ বারের প্রাক্তন এমপি ও বর্তমান সিটি সেন্টার সান্তা মারিয়া মাইওরের প্রেসিডেন্ট ড. মিগেল কোয়েলু, পর্তুগাল সোস্যালিস্ট পার্টির স্টুডেন্ট ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডেন্ট পেদ্রো আনাস্তাসিও, সোস্যালিস্ট পার্টির লিসবন মহানগরীর প্রেসিডেন্ট ড. সেরজিও সিন্ত্রা, সোস্যালিস্ট পার্টির স্টুডেন্ট ফ্রন্টের লিসবন প্রেসিডেন্ট  দুয়ারতে মারসাল, সোস্যালিস্ট পার্টি লিসবন সিটি সেন্টার এর কোর্ডিনেটর লুইস কোয়েলু ও স্থানীয় সোশ্যালিস্ট পার্টি নেতা জিতু রোলদাও।


পর্তুগালের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির অবস্থান নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন কমিউনিটি নেতা রানা তাসলিম উদ্দিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ বাংলাদেশ কমিউনিটির ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন এবং বাংলাদেশিদের পর্তুগিজ রাজনীতিতে সম্পৃক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করে সোশ্যালিস্ট পার্টিতে স্বাগত জানান।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা করেন বাংলাদেশের বিশিষ্ট মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম, গান পরিবেশনা করেন, শিল্পী এফ আই রনি ও নাইমা বীথি।

এ সম্পর্কিত আরও খবর