অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বসবাসরত বাংলাদেশীদের সর্ববৃহৎ সংগঠন বিএএসি'র (বাংলাদেশ অস্ট্রেলিয়া এসোসিয়েশন অব ক্যানবেরা) নতুন পরিচালনা কমিটিতে জিয়াউল হক বাবলুকে সভাপতি ও তৌহিদুল ইসলাম তপাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার (৩০অক্টোবর) ক্যানবেরার সিআইসি হলে সংগঠনের বার্ষিক সাধারন সভায় নয় সদস্যের পরিচালনা কমিটি (২০২১-২০২২) নির্বাচিত করা হয়।
সমগ্র বাংলাদেশীয় কমিউনিটিকে সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করে নবনির্বাচিত সভাপতি জিয়াউল হক বাবলু বিদায়ী কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বৈশ্বিক মহামারির মধ্যে তাদের দায়িত্ব পালনের জন্যে প্রশংসা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি ডা. এস এম নাজমুল আলম,কোষাধ্যক্ষ আইজিদ আরাফাত অরূপ সিআইপি, সহ -সম্পাদক তাহরিমা ইসলাম ঝুমা, ক্রিড়া বিষয়ক সসম্পাদক তানভির হোসেন খান সাকীন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইসনাত জেরিন উর্মী, সদস্য ডা. রাতিশ দাশ ও নাজমুল হুদা খোকন।