সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজায় গুজব ছড়িয়ে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির যুক্তরাজ্য শাখা। মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পূর্ব লণ্ডনে আলতাব আলী পার্কে প্রায় ৩ ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সংগঠনটির নেতা-কর্মীরা।
প্রতিবাদ সভায় গণসংগীত ও প্রতিবাদী গান পরিবেশন করেন যুক্তরাজ্য উদীচী ও সত্যেনসেন স্কুল অব পারফর্মিং আর্টস। সাম্প্রদায়িকতা বিরোধী কবিতা আবৃত্তি করেন যুক্তরাজ্য নির্মূল কমিটির কার্যকরী সদস্য বিশিষ্ট বাচিক শিল্পী মুনীরা পারভীন।
সংগঠনের সভাপতি সৈয়দ এনামুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুবি হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নির্মুল কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য আনসার আহমেদ উল্লাহ, যুক্তরাজ্য কমিটির সহ সভাপতি সৈয়দ আনাস পাশা, যুগ্ন সম্পাদক স্মৃতি আজাদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি ও বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি হরমুজ আলী, যুক্তরাজ্য সিপিবির সম্পাদক কমরেড আবেদ আলী, উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল হাসান খান, সত্যেন স্কুলের সভাপতি গোপাল দাশ, সেকুলার বাংলাদেশ মুভমেন্টের সভাপতি কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা, সাধারণ সম্পাদক সাহিত্য পাল, বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েসন ইউকের সভাপতি প্রশান্ত পুরকায়স্থ, সাধারণ সম্পাদক সুজিত চৌধুরী, যুক্তরাজ্য জাসদ সহসভাপতি মুজিবুল হক মনি, বাংলাদেশ ওয়ার্কার্স কাউন্সিল ইউকের সাধারণ সম্পাদক প্রশান্ত দাশ, বি হিউম্যান ফাস্ট মুভমেন্টের সভাপতি অজন্তা দেব রায়, মানবাধিকার নেতা সলিসিটর সৈয়দ ইকবাল, বারিস্টার সৈয়দ রুম্মান, ইঞ্জিনিয়ার প্রশান্ত দাশগুপ্ত, বারিস্টার কামরুল হাসান তুষার, জাসদ নেতা সাবুল শামসুজ্জামান, মাহমুদুর রহমান শাহনুর, ইউনাইটেড হিন্দু কালচারাল এসোসিয়েশনের সভাপতি গণেশ ঘোষ, মানবাধিকার নেতা সলিসিটর সাইদুজ্জামান সাঈদ, মোস্তফা কামাল মিলন, লেবার পার্টির নেতা মুরাদ কোরেশি, নারী নেত্রী সৈয়দা নাজনীন শিখা, হিন্দু ওয়েলফেয়ার এসেসিয়েশনের তপন মণ্ডল , বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাজ্য শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাকির আখতারুজ্জামান, বাংলাদেশ ওয়ার্কার্স কাউন্সিলের যুক্তরাজ্য সাধারণ সম্পাদক সুশান্ত দাশ প্রশান্ত এবং ধর্মবর্ণ নির্বিশেষে বিভিন্ন সামাজিক রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশে ঘটে যাওয়া নারকীয় তান্ডবের প্রতি ঘৃণা জানাতে কোন দল বা সংগঠন নয়, মানুষ হিসাবে, বাঙালি হিসাবে এখানে সমবেত হয়েছেন। রাজনৈতিক দোষারোপ ও সুষ্ঠ বিচার না হওয়ার সংস্কৃতি এবং আমাদের প্রগতিশীল শক্তিসমুহের অনৈক্যের কারণে বারবার সুবিধা আদায় করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং একটি নির্দিষ্ট সাম্প্রদায়িক গোষ্ঠী।
তারা আরও বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পূজা মন্ডপ ও হিন্দু বাড়িঘরে আক্রমণের দায় কোনভাবেই এড়াতে পারে না। একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী এই নারকীয় তান্ডব লীলা সরকার ও প্রশাসন নিয়ন্ত্রণ করতে ব্যার্থ হয়েছে। আমরা এই বাংলাদেশ চাই না বলে বলে এই বাংলাদেশটিকে আমরা সাম্প্রদায়িক শক্তির হাতে তুলে দিচ্ছি।
রামু, নাসির নগর, শাল্লাসহ অতীতের কোন সাম্প্রদায়িক আক্রমণের সুষ্ঠ বিচার না হওয়ায় বক্তারা গভীর ক্ষোভ প্রকাশ করেন। সভা অবিলম্বে ধর্মের নামে সাম্প্রদায়িক সন্ত্রাসী রাজনীতি নিষিদ্ধ ঘোষণা ও সংখালঘু সংরক্ষণ আইন পাশ ও সংখ্যালঘু কমিশন গঠনের জোর দাবী জানানো হয়। ৭২ এর ধর্ম নিরেপক্ষ সংবিধানে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয় সভা থেকে।