মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ২২ সেপ্টেম্বর মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম-এর সাথে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
আলোচনাকালে ভাইস প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ এক্সিকিউটিভ এবং অত্র দূতাবাসের প্রথম সচিব উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও মালদ্বীপের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৩ তম বার্ষিকীর দিনে উক্ত আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়সমূহ স্থান পায়।
উভয়পক্ষ বিশেষত স্বাস্থ্য সেবা খাতে উচ্চ শিক্ষা এবং বিভিন্ন কারিগরি শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ কর্তৃক মালদ্বীপকে সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করেন।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান
রাষ্ট্রদূত বাংলাদেশ হতে বিভিন্ন পেশার কর্মী আগমনের বিষয়ে সেপ্টেম্বর ২০১৯ হতে আরোপিত নিষেধাজ্ঞা বাতিলের জন্য মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের মাধ্যমে মালদ্বীপ সরকারকে অনুরোধ জানান।
দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে উভয়পক্ষ আশা প্রকাশ করেন।