মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান দেশটির মালদ্বীপের কমিশনার অব প্রিজন আহমেদ মোহাম্মদ ফুলহু এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে মালদ্বীপের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের নাগরিকদের অধিকার ও সুযোগ সুবিধা, দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করা, রাষ্ট্রপতি কতৃক ক্ষমা ঘোষণা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
এসময় হাইকমিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ ও মালদ্বীপের কারা সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।