গত রোববার ডালাসে অনুষ্ঠিত হল ফোবানা মিট এন্ড গ্রিট ফান্ড রেইজিং। সভায় সভাপতিত্ব করেন ফোবানার সাবেক চেয়ারম্যান হাসমত মোবিন। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ফোবানার চেয়ারম্যন জাকারিয়া চৌধুরী, সাবেক চেয়ারম্যন নুরুল আমিন চৌধুরী, ৩৫তম ফোবানার কনভেনার জি আই রাসেল এবং ফোবানার আইকন রায়হান চৌধুরী।
এছাড়াও অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন- হোস্ট কমিটির কো কনভেনার সৈয়দ এম হোসাইন বাবু, মহিন উদ্দিন দুলাল, যুগ্ম সদস্য সচিব ও বায়াট প্রেসিডন্ট লতিফুর রেজা তুষার, হোষ্ট কমিটির রিসিপসন কমিটির চেয়ারপারসন জেবা রাসেল, সিকিউরিটি কমিটির চেয়ারপার্সন দেওয়ান জমির, ভাইস প্রেসিডেন্ট রুবেল লায়ন্স ক্লাব সেক্রেটারি রানা ওয়াদুদ, এ ওয়ান ট্রাভেলস’র প্রেসিডেন্ট শাহীন, কমিউনিটি লিডার রহিম নেহাল সিআইপি, জিয়া, টম ইমাম, মিষ্টি ইমাম, ফরহাদ হোসাইন, রোজী হোসাইন, সাগর মল্লিক, উরমি।
হিউষ্টন থেকে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন কমিউনিটি লিডার সর্বজনাব বরকত, পরাগ, নাদিম ভুঁইয়া অপু, কারনি, আনিস ও ডালাসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বান্ট সাংগঠনিক সম্পাদক মালিহা সুমনা। অনুষ্ঠানে আসন্ন সম্মেলনের জন্য প্রায় ৫০ হাজার ডলারের কমিটমেন্ট পাওয়া যায়।