সংযুক্ত আরব আমিরাতের বৃহৎ এবং জনবহুল শহর হচ্ছে দুবাই। পৃথিবীর ধনী শহরগুলোর নাম বললেই যে শহরের নাম আসে প্রথম আসে তা হলো- দুবাই। দুবাই অনেকের কাছেই স্বপ্নের একটি গন্তব্য। এই হলিউড, বলিউডের বিখ্যাত মুভির শ্যুটিং হয়েছে। যার বদৌলতে সিনেমাতে আমরা অনেকেই দুবাই দেখেছি। বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা দুবাইয়ে অবস্থিত। উঁচু বিল্ডিং, নামি-দামি গাড়ি এবং বিলাসবহুল জীবনযাপনের জন্য সারা বিশ্বে দুবাই পরিচিতি।
দুবাইয়ের জাঁকজমক ও জৌলুসপূর্ণ জীবন যাপন সবাইকে টানে। এজন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে বেড়াতে আসেন।
উত্তপ্ত আবহাওয়ার কারণে দুবাইয়ের নাগরিক ও পর্যটকরা প্রশান্তির জায়গা খুঁজে বেড়ান। তাই এদেশের সরকার এমন জায়গা তৈরি করেছেন পর্যটকরা সেখানে গিয়ে সময় কাটিয়ে বিনোদন উপভোগ করেন।
দুবাইয়ের অন্যতম প্রিয় সৈকত, আল মামজার পার্ক বিচ। পারস্য উপসাগর উপকূলে দুবাইয়ের পশ্চিম অংশে আল মামজার সমুদ্র সৈকত অবস্থিত, এটি পরিষ্কার পরিচ্ছন্ন বালি, খেজুর গাছের ছড়াছড়ি এবং উন্নত পর্যটক অবকাঠামোগুলির জন্য পরিচিত।
দুবাইয়ের গরম আবহাওয়ায় সমুদ্রের পানিতে ডুবে প্রশান্তি খুঁজে পাওয়া যায় এখানে। সন্ধ্যার আগে গোধূলি লগ্নে বিচের নৈসর্গিক সৌন্দর্য রোমান্টিক পরিবেশ সৃষ্টি করে। যা ভ্রমণ পিপাসুদের মনে মায়াময় অনুভূতি তৈরি করে।
সমুদ্রের সঙ্গে নগরীর দিগন্তরেখার মিশে যাওয়ার মনোরম দৃশ্য মনে আলোড়ন তোলে। সেই সঙ্গে বিচের ধারে রয়েছে সুস্বাদু খাবার ও পানীয়র স্টল। বিচের মোহনীয় সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি নানা ধরনের মুখরোচক খাবারের স্বাদ গ্রহণ করা যায়।
আল মামজার পার্ক বিচ যদিও দুবাইয়ের জুমিরাহ সমুদ্র সৈকতের মতো বড় নয়, তবুও মামাজার বিচ ভ্রমণপিপাসুদের কাছে একটি জনপ্রিয় জায়গা।
গুগল ম্যাপ অনুসারে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম শহর দুবাই এবং শারজাহ এর মধ্যে সীমান্তে অবস্থিত আল মামজার সৈকত। এখানকার পানি স্বচ্ছ সাদা রঙের। এই বিচ স্থানীয় এবং বিদেশি পর্যটকদের সাথে খুব জনপ্রিয়। দুবাইতে আল মামজার একটি বড় পার্ক রয়েছে। যেখানে বিশ্রামের নেওয়া যায়। পার্ক জুড়ে বেড়ে উঠেছে পাম গাছ। পার্কে শিশুদের জন্য খেলার মাঠ রয়েছে।
প্রেমিক-প্রেমিকা জুটি মামজারের সমুদ্র সৈকতে একান্ত সময় কাটানোর জন্য আসেন। উপসাগরের সূর্যাস্তের দৃশ্যের সঙ্গে ছবি তুলে প্রিয় মুহূর্তকে বন্দী করে রাখেন।
সবাই জানেন দুবাইয়ের পরিবহন ব্যবস্থা অনেক উন্নত। তাই বাস, মেট্রো , এবং ট্যাক্সিতে করে মামজার পার্ক বিচে যেতে পারবেন।