আওয়ামী লীগ ও বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতেই ২০০৪ সালে বিএনপি-জামাত জোট সরকার রক্তাক্ত ২১ আগস্ট সৃষ্টি করেছিল। আজ অনেকেই আওয়ামী লীগার হয়ে ষড়যন্ত্র করছে, আমাদের এখন আরও সর্তক থাকতে হবে। ইতালি মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় সভায় বক্তারা এসব কথা বলেন।
সম্প্রতি ইতালী মহিলা আওয়ামী লীগ আয়োজনে ‘রক্তাক্ত ২১ আগস্ট’ উপলক্ষে ওই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ সভাপতি উম্মে হানি চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নয়না আহম্মেদ ও যুগ্ম সাধারণ সম্পাদত শারমীন আক্তার পপি‘র যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
এছাড়াও বক্তব্য রাখেন- ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি হাবীব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাদী, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক জামান মুক্তার, মহিলা বিষয়ক সম্পাদক তুহিনা সুলতানা মলি, সস্মানীত সদস্য ইউসূফ ভূইয়া, জহিরুল ইসলাম, ফারুক ফরাজী ও লুৎফর রহমান, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সুইট, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর আহমেদ মঞ্জু, যুবলীগের সমাজকল্যান বিষয়ক সম্পাদক মহি উদ্দিন মহি, যুবনেতা সৈয়দ সুমন, শাহাদাত হোসেন রণি, সাদ্দাম হোসেন, সুমন সরকার, বৃহত্তর ঢাকা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি যুবায়ের আহমেদ রিপন, সর্ব ইউরোপিয়ান শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর যুগ্ম সাধারণ শাহিন বেপারি, সেচ্চাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
এসময় বক্তারা বলেন, ২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। ২০০৪ সালের বিএনপি-জামাত এর সরাসরি পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে বর্বরতম গ্রেনেড হামলা চালানো হয়।
যার মূল লক্ষ্য ছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করা এবং আওয়ামী লীগ ও বাংলাদেশকে নেতৃত্বশূন্য করে হত্যা, ষড়যন্ত্র, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনকে চিরস্থায়ী করা।
বক্তারা আরও বলেন, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্র বিরোধী চক্র এখনও নানাভাবে সোচ্চার আছে। তারা অনেকেই মুখোশধারী আওয়ামী লীগার হয়েছে। এই অপশক্তির যে কোনো অপতৎপরতা-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে সব সময় প্রস্তুত থাকতে হবে।