স্বাধীন প্যালেস্টাইনের দাবিতে ওয়াশিংটনে সমাবেশ

, প্রবাসী

কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ওয়াশিংটন | 2023-08-30 04:44:53

স্বাধীন প্যালেস্টাইনের দাবিতে ওয়াশিংটন ডিসিতে বিশাল সমাবেশ করেছে ইউএস কাউন্সিল অব মুসলিম অর্গানাইজেশন্স (ইউএসসিএমও)। সম্প্রতি ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়াল প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার মুসলিম নরনারী অংশ নেন।

সমাবেশকারীরা ফিলিস্তিনী পতাকা আর স্বাধীনতাকামী দেশটির জনগণের পক্ষে লেখা নানান ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড বহন করেন। তবে সবকিছু ছাপিয়ে সমাবেশে একটি দাবিই বার বার উচ্চারিত হয় ‘ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন’।

সমাবেশে অংশ নেওয়া সংগঠনগুলোর মধ্যে রয়েছে- এএমপি, কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (কেয়ার), ইকনা, মুসলিম আমেরিকান সোসাইটি (এমএএস), মুসলিম লীগ্যাল ফান্ড অব আমেরিকা (এমএলএফএ), মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা), দ্যা মস্ক কেয়ার্স, ইসলমিক শুরা কাউন্সিল অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া, ইসলামিক লীডারশীপ কাউন্সিল অব নিউইয়র্ক, ইসলামিক কাউন্সিল অব ওকলাহোমা, দ্যা কাউন্সিল অব ইসলামিক অর্গানাইজেসন্স অব গ্রেটার শিকাগো, মুসলিম ফোরাম অব দ্যা প্যাসিফিক নর্থওয়েষ্ট (এমএফপিএনডব্লিউ), নর্থ আমেরিকান ইসলামিক ফাউন্ডেশন (এনএআইএফ), ইউএমআর, ইকনা রিলিফ ইউএসএ, আহেদ ইন্টারন্যাশনাল, হেলপিং হ্যান্ড, মার্সি উইথআউট লিমিটস, ইউনাইটেড হ্যান্ডস রিলিফ (ইউএইচআর), দ্যা মস্ক ফাউন্ডেশন, ইসলামিক সেন্টার অব হোয়েটন (আইসিডব্লিউ), ডাউনটাউন ইসলামি সেন্টার (ডিআইসি) শিকাগো, দার আল হাজরা, আইসিসিআই, আইসিডি, টুগেদার উই সার্ভ ইন্ক, ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব ইসলামিক থট (আইআইআইটি), দ্যা বার্মিস রোহিঙ্গা এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (বিআরএএনএ), আমেরিকান মুসলিম এলায়েন্স (এএমএ), ইসলামিক এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (আইএএনএ), ইসলমিক সেন্টার অব নাপেরভিলি আইসিএন), ইয়ং মুসলিমস ইনক।

এ সম্পর্কিত আরও খবর