ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। চলমান বৈশ্বিক করোনা পরিস্থিতি প্রবাসীদের ঈদ উৎসবে বাধা পড়লেও ভার্চুয়াল ঈদ পূনর্মিলনী পালন করেছে তুরস্কে বসবাসরত বাংলাদেশিরা। তুরষ্কে বাংলাদেশীদের সংগঠন 'বাংলাদেশ কমিউনিটি ইন তার্কির' আয়োজনে এ ভার্চুয়াল ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার তুরষ্ক সময় রাত ৯টায় অনুষ্ঠিত ভার্চুয়াল এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরষ্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান বলেন, মাসের পর মাস, বছরের পর বছর আমরা পরিবার পরিজন থেকে দূরে থাকলেও এ ধরণের অনুষ্ঠন আমাদেরকে কিছুটা আনন্দ ভাগ করে নিতে সহায়তা করে। পরিবারের সঙ্গে ঈদ না করতে পারলেও আমাদের মধ্যে অন্যরকম উৎসব বিরাজ করে।
তিনি আরও বলেন, এ অনুষ্ঠানে সব থেকে ভালো লেগেছে শিশু কিশোরদের পারফর্মেন্স। যারা বাংলাদেশে এখনো যায়নি অথচ চমৎকার পরিবেশনা করলো তাদেরকে অভিনন্দন জানাই। আশা করি বিদেশের মাটিতে তারা বাংলাদেশেকে উপস্থাপন করবে।
তিনি অনুষ্ঠান আয়োজকদের প্রশংসা করে বলেন, করোনার কারণে আমরা সরাসরি একত্রিত হতে না পারলেও এ অনুষ্ঠান আমাদেরকে একত্রিত করেছে। ভবিষ্যতে এ ধরণের আরো একাধিক অনুষ্ঠান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইস্তানবুলের ইল্ডিজ টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শাহেন শাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবাসে ঈদের অনুভূতি ব্যক্ত করেন ড. মঈনুল আহসান ও শাকিল রেজা ইফতি। এছাড়া উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন প্রকোশলী শেখ মইন উদ্দনি, ড. আব্দুল্লাহিল মামুন, ড. মোস্তফা ফয়সাল পারভেজ, ড. হাফিজুর রহমান, ড. রহমত উল্লাহ, ড. মাহমুদুল হাসান, কনর্সান ওর্য়াল্ড ওয়াইড র্কমর্কতা জাহিদুল ইসলাম, মোহাম্মাদ মহিউদ্দিন, গবষেক টারকিস পাভেল, ফারজানা আকতার, মামুন বিল্লাহ, মাহফুজুর রহমান, নিয়ামতুল্লাহ মাসুদ, রাকিবুল ইসলাম, ব্যবসায়ী নুর হোসেনসহ কয়েক শতাধিক কমিউিনিটির সিনিয়র সদস্য ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে কবিতা, কৌতুক, গান, নাটিকা পরিবেশন করেন জাকির হোসেন, হাফিজুর রহমান, মহিউদ্দনি ত্বকি, জামিলা ইয়াসমিন, আনোয়ার হোসেন রনি, বুরহান উদ্দিন, শহিদুল ইসলাম, নাজমুল, ইলিয়াস মোল্লা, সামিয়া, সুমাইয়া ফাইজা, সাওদা প্রমুখ।