পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর ইতালিতে প্রায় ২৫ লাখ মুসলিম তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করছে।
আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইতালির রাজধানী রোম, মিলান, ভেনিস, নাপোলি সহ বিভিন্ন শহরে ধর্মপ্রাণ লাখো মুসলিম ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে আজ ঈদের নামাজ আদায় করেছেন।
বৃহস্পতিবার (১৩মে) ইতালিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ছয়টা ৪৫ মিনিটে রাজধানী রোমে ভিক্টোরিয়া ঈদগাহ ময়দানে। এখানে ৪০ মিনিট পরপর সামাজিক দূরত্ব বজায় রেখে কয়েকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এদিকে ঈদের দিন ভারী বৃষ্টির সম্ভবনার কারণে তরপিনাত্তারা এলাকায় মজসিদে সকাল সাতটায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে ৪ টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। ইতালির বাণিজ্যিক শহর মিলানের বিভিন্ন মসজিদে ২৭ টি জামাত অনুষ্ঠিত হয়েছে।
ইতালিতে ঈদের জামাতে দূরত্ব বজায় রেখে, মাস্ক, গ্লাভস পরে নামাজ আদায় করতে দেখা গেছে। নামাজ শেষে সারা বিশ্বের মানুষের শান্তি কামনায় ও করোনাভাইরাসের প্রতিরোধে দোয়া করা হয়।