চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং (শেনজেন) আয়োজিত আন্তর্জাতিক বিজনেস আইডিয়া প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের নোবেল পুরস্কার খ্যাত হাল্ট প্রাইজ ইমপ্যাক্ট সামিট-২০২১ শেনজেন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ থেকে দুইটি টিম হাল্ট প্রাইজ রিজিওনাল ইমপ্যাক্ট সামিটে অংশগ্রহণ করার সুযোগ পায়।
গত ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী এই সামিটটি অফলাইন এবং অনলাইন ওয়েবিনারের মাধ্যমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান বাস্তবায়নে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন এবং সেন্টার ফর ইনোভেশন, ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (সিআইডিই) যৌথভাবে সহযোগিতা করে।
বিশ্বের বৃহত্তম ছাত্রছাত্রীদের প্রতিযোগিতার প্লাটফর্ম হিসাবে, এই শীর্ষ সম্মেলনে বিশ্বের ১৬টি বিশ্ববিদ্যালয় থেকে ২৭টি দল অংশ নিয়েছিল। অংশগ্রহণকারী দলগুলি ‘ফুড ফর গুড, এন্ট্রাপ্রেনারশিপ প্ল্যান ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট অফ ফুড সিস্টেম’ এই প্রতিপাদ্যেকে ধারণ করে সৃজনশীলতার মুখোমুখি হয়েছিল।
আঞ্চলিক শীর্ষ সম্মেলনের প্রতিযোগীতার অংশটি প্রাথমিক এবং চূড়ান্ত দুটি ভাগে বিভক্ত ছিল। ফাইনাল পর্বে প্রবেশের জন্য ১২ জন বিচারক ২৭টি প্রাথমিক প্রতিযোগী দলের মধ্যে থেকে ৬টি দলকে নির্বাচন করেছিলেন। চূড়ান্ত পর্বে ৬টি দল প্রতিযোগিতা অংশগ্রহন করে।
চূড়ান্ত পর্বে অংশগ্রহনকারী দলগুলো হল- বাংলাদেশের বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে টাছু টিম, চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং (শেনজেন) এর রেকপি টিম, সিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে কোকো ফ্রুট দল, চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং (শেনজেন) এর আর্মাডা টিম, শি'আন চিয়াওথং-লিভারপুল ইউনিভার্সিটির গ্রীন সাভিওর টিম, ইউনিভার্সিটি অফ ইন্টারন্যাশনাল বিসনেস এন্ড ইকোনমিক্স এর আইকীগাই টিম।
প্রতিযোগীতার বিচারকমন্ডলীগণ চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং (শেনজেন) এর রেকপি টিমকে বিজয়ী ঘোষণা করে। বিজয়ী দল রেকপি ৩৪ হাজার চাইনিজ মুদ্রা (ইউয়ান) অনুদান পায় তাদের প্রকল্প বাস্তবায়নের জন্য। তাছাড়া অংশগ্রহণকারী ৬টি দলকে শেনজেনে একটি অফিস প্রদান করা হবে যা চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং (শেনজেন) এর সেন্টার ফর ইনোভেশন, ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (সিআইডিই) কর্তৃক সরবরাহ করা হবে। যাতে করে কার্যকর ব্যবসায়ের সাথে তাদের নিজস্ব সামাজিক উদ্ভাবনী পরিকল্পনা বাস্তবায়নের দ্বার অব্যাহত রাখতে উৎসাহ পায়।