সাংবাদিক আহমেদ মুসা আর নেই

, প্রবাসী

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 23:29:39

বিশিষ্ট লেখক, সাংবাদিক, নাট্যকার ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক আহমেদ মুসা মারা গেছেন।

স্থানীয় সময় শনিবার (এপ্রিল ১৭) আমেরিকার ক্যানসাস স্টেটের মিসৌরীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে মুক্তধারা নিউ ইয়র্ক এক শোকবার্তায় খবরটি জানায়।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই আহমেদ মুসা অসুস্থ হয়ে প্রথমে নিউ ইয়র্কে পরবর্তীতে তার মেয়ের কাছে টেক্সাসের ওকলাহোমা সিটিতে এবং শেষে ক্যানসাসেরি মিসৌারিতে ছেলের কাছে ছিলেন। বাংলাদেশ থেকে আমেরিকায় অভিবাসী হওয়ার পর আহমেদ মুসা নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল পত্রিকা সম্পাদনা করতেন। সাংবাদিকতা ছাড়াও তিনি উপন্যাস, প্রবন্ধ, কলাম ও বিভিন্ন নাটক রচনা করেন।

এ সম্পর্কিত আরও খবর