নিউইয়র্ক সিটি নির্বাচনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রার্থী সাবুল

, প্রবাসী

কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নিউইয়র্ক | 2023-08-30 05:10:45

নিউইয়র্ক সিটির আগামী প্রাইমারি নির্বাচনে কমিউনিটি মিডিয়ার সহযোগিতা চাইলের সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৪ এর প্রার্থী মোহাম্মদ সাবুল উদ্দিন। তিনি বলেন, ‘মূলধারার রাজনীতিক হিসেবে বাংলাদেশী কমিউনিটির ছাড়াও অন্যান্য কমিউনিটিতে পরিচিত থাকায় তার জয়ের সম্ভাবনা রয়েছে। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।’

এর আগে মোহাম্মদ সাবুল নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এর জুডিশিয়াল ডেলিগেটের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি এই আসনের অল্টার্নেট জুডিশিয়াল ডেলিগেট। উল্লেখ্য, আগামী ২২ জুন ডেমোক্র্যাট দলীয় প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত রোববার (৪ এপ্রিল) দুপুরে জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ স্টার কাবাব রেস্টুরেন্টে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে সাবুল উদ্দিন তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও কর্মসূচির কথা জানান। 

অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির আগামী মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এটর্নী অ্যারন ফলডিনাউর উপস্থিত থেকে সাবুল উদ্দিনকে সমর্থন দেন এবং নিজের জন্যও সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে মোহাম্মদ সাবুল উদ্দিনের ক্যাম্পেইন ম্যানেজার রস জিয়াটিনো স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও তার সমর্থনে শুভেচ্ছা বক্তব্য রাখেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠা ও বর্তমান সভাপতি এবং এবি টিভির এমডি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল, কমিউনিটি বোর্ড-১২ এর নব মনোনীত সদস্য আনাফ আলম, ফ্রেন্ডস সোসাইটির সহ সাধারণ সম্পাদক ও এবি টিভি’র সিইও রিজু মোহাম্মদ।

অনুষ্ঠানে মেয়র প্রার্থী এটর্নী অ্যারন ফলডিনাউর তার বক্তব্যে সংক্ষেপে নিউইয়র্ক সিটির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, ‘এখন সিটি ভেঙে পড়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। তাই পরিবর্তন দরকার। সাবুল উদ্দিন একজন পরিশ্রমী মানুষ। তাকে আমি সমর্থন করছি।’

মূলধারার লেবার সংগঠন অ্যাসাল, জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএসসি), বাংলাদেশী-আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ (বাগ), জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত সাবুল উদ্দিন তার বক্তব্যে বলেন, ‘কমিউনিটিকে সার্ভ করাই আমাল মূল লক্ষ্য। কমিউনিটির সেবা বিশেষ করে শিক্ষা, হালাল খাবার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রভৃতি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করার ঘোষণা দেন।’

উল্লেখ্য, সিলেট জেলার বিয়ানীবাজাররের সন্তান সাবুল উদ্দিন দীর্ঘদিন ধরে সপরিবারে জ্যামাইকায় বসবাস করছেন।

 

এ সম্পর্কিত আরও খবর