ইউরোপের জনপ্রিয় দর্শক নন্দিত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেল এস দর্শক ফোরাম, ইতালির আয়োজনে বর্ষপূর্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাত্তারাস্থ রসই রেস্টুরেন্টের হলরুমে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয় বর্ষপূর্তি।
বর্ষপূর্তির আয়োজনে ছিল কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
চ্যানেল এস দর্শক ফোরাম ইতালির সভাপতি মাফিজুল ইসলাম রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইন উদ্দিন হাসানের পরিচালনায় প্রধান উপদেষ্টা অলি উদ্দিন শামীমের সার্বিক তত্ত্বাবধায়নে শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত, শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চ্যানেল এস এর ইতালি প্রতিনিধি শুভেচ্ছা জানাতে আসা উপস্থিত সকল অতিথি এবং গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবার সহযোগিতা কামনা করেন।
এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- ৭১ টেলিভিশনের ইতালি প্রতিনিধি লাবণ্য চৌধুরী, এনটিভির ইতালি প্রতিনিধি আফজাল হোসেন রোমান, ইন্ডিপেনডেন্ট টিভির ইতালি প্রতিনিধি ইউসুফ আলী, ৫২ বাংলা টিভি ইতালির প্রতিনিধি মেহেনাস তাব্বাসুম শেলি, টোয়েন্টি টু ওয়ান নিউজের সম্পাদক খান সোহাগ, বাংলাদেশ সমিতি ইতালি সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু, বাংলা কমিউনিটির প্রবীন ব্যাক্তি কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সহ-সভাপতি আব্দুর রউফ ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব দেওয়ান, তথ্য ও গবেষণা সম্পাদক শাহজাহান মুন্সী লাবু, সদস্য আব্দুর রশিদ, শাখাওয়াত হোসেন শাখন, শোহেল খান, যুবলীগ ইতালি শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, ইতালি মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদিকা সিমু অনন্যা, ন্যাশনাল কাফ সার্ভিসের মিজানুর রহমান মাহবুবসহ আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
অতিথিরা তাদের শুভেচ্ছা বক্তব্যেতে বলেন, চ্যানেল এস টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউরোপ তথা বিশ্বে ছড়িয়ে থাকা চ্যানেলটির সংশ্লিষ্ট সকল কলা-কুশলী, পাঠক-পাঠিকা, সাংবাদিকসহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তারা আরো বলেন, ‘চ্যানেল এস’ যাত্রালগ্ন থেকে বর্তমান ও আগামীর পথচলায় ইউরোপের সংবাদ মাধ্যমে আরো অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সমাজে নানা ভাবে অবদান রাখায় নেতৃবৃন্দকে সম্মাননা পদক ক্রেস্ট প্রদান করা। এতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. শামীম আহসান এছাড়াও ইতালিস্হ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেল এস পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন রোমের জনপ্রিয় শিশু নৃত্যশিল্পী রূপন্তী ঘোষসহ আরো অনেকেই।