দেখে নিন ২০২৫, বছরভর কেমন কাটবে প্রেম জীবন

, রাশিফল

জ্যোতিষী রুবাই: হরস্কোপ ও বাস্তু স্পেশালিস্ট | 2024-12-29 10:55:53

২০২৫ সাল কেমন কাটবে প্রেম জীবন? প্রেম কি বিয়েতে পরিণত হবে, নাকি ভাঙতে চলছে সম্পর্ক? অথবা আপনার প্রেম সম্পর্কে তৃতীয় কোনো কারো প্রবেশ হচ্ছে না তো? আপনার সাথে কেউ প্রেমে ভান করছে নাতো? কিভাবে চললে প্রেম পরিণত হবে বিয়েতে?এবং জন্মছকে কোন গ্রহের প্রভাবে স্বাচ্ছন্দ্যে কাটবে আপনার জীবন। প্রতিবেদন সব জানাচ্ছেন জ্যোতিষী রুবাই। 

মেষ / এরিস (মার্চ ২১  – এপ্রিল ২০) :  ২০২৫ সাল অনুসারে প্রেম জীবনে মিশ্রভাব থাকবে। জানুয়ারির শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত প্রেম যোগ শুভ। এই সময়কালে তৃতীয় ব্যাক্তির আগমনে জাতকের সাথে প্রেমিক / প্রেমিকার সম্পর্কে চীড় বা কলহ থাকবে না। তবে অনেকক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতে পারেন। এপিল মোটামুটি থাকলেও মে মাসের পরে, আপনার জন্মছকের পঞ্চম ঘরে কেতুর প্রভাবে পারস্পরিক ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে, প্রেমের সম্পর্কে এক আপরের সাথে বিশ্বাসযোগ্যতা বজায় রাখাটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ফলে বছরের মাজামাঝি একে অপরের প্রতি অনুগত থাকা খুব গুরুত্বপূর্ণ হবে। অনেকক্ষেত্রে সম্পর্কের দুর্বলতা আসতে পারে। তবে উভয়ের সহযোগিতায় সামঞ্জস্য দেখাতে সক্ষম হবেন। প্রেমের দিক থেকে বছরটা কিছুটা দুর্বল হতে পারে।

বৃষ/ টরাস (এপ্রিল ২১  – মে ২১) : বছরের শুরু থেকে নিয়ে আগামী মে মাস পর্যন্ত আপনার জন্মছকের পঞ্চম ঘরে কেতু বিরাজ করবে। যার কারণে প্রেম সম্পর্কে ভুল-বোঝাবুঝি আসবে। পরিস্থিতি ছিন্ন হতেও সময় লাগবে না। তবে ধৈর্য ধরলে সুফল পাবেন। কারণ মে মাসের শেষের দিকে বৃহস্পতির গমন দ্বিতীয় ঘরে এবং কেতু চতুর্থ ঘরে গমন করবে। ফলে ভুল বোঝাবুঝির মাত্রা কমবে। তবে আবার সেই সময়ে শনির প্রভাব থাকবে পঞ্চম ঘরে। অতএব, সাধারণ ভুল বোঝাবুঝি গুলো সমাধান করা গেলেও প্রকৃত ভুল গুলো ক্ষতির কারণ হতে পারে। এটা বলার মানে হল, আপনাকে যদি প্রেমিক / প্রেমিকা সত্যিকারের ভালোবাসেন তবে আপনি সমস্যায় পড়বেন না। সবকিছু ঠিক থাকবে। একই সময়ে, তার যদি প্রেমের প্রতি অনুভূতি না থাকে বা শুধুমাত্র প্রেমের ভান করে থাকে, সেক্ষেত্রে, প্রেম সম্পর্কে সমস্যা তৈরি হতে পারে। তবে সত্যি যদি সে আপনার মনের মানুষ হয়ে থাকে তবে আপনার চিন্তা করার দরকার নেই।

মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১) : নতুন বছরে প্রেম জীবনের গড় ক্ষেত্রফল ভালো থাকবে। প্রেমগুরু শুক্র বছরের বেশিরভাগ সময় অনুকূল স্থিতিতে আপনার জন্মছকের পঞ্চম ঘরে থাকতে চলেছেন। এই কারণে প্রেম সম্পর্কে অনুকূলতা থাকার সম্ভবনা রয়েছে। সাথে বৃহস্পতির গমনে মে মাসের মধ্য সময়ের পরে, প্রেম সম্পর্কে স্থিতি থাকবে। বিশেষ করে বৃহস্পতি জাতকের প্রেমিক/ প্রেমিকার সঙ্গে সম্পর্ক মজবুত করতে সহায়ক হবে। বৃহস্পতি পবিত্র প্রেমের সমর্থক হয়ে উঠবে। তাই যারা বিবাহের উদ্দেশ্যে প্রেমে জড়িয়ে পড়ছেন তাদের ইচ্ছা পূরণ হওয়ার চরম সম্ভাবনা রয়েছে।

কর্কট / ক্যান্সার (জুন ২২  – জুলাই ২৩) : নতুন বছরে প্রেম জীবনের বিষয়ে বেশ সুখকর। গত দুই বছর ধরে শনির প্রভাব আপনার জন্মছকের পঞ্চম ঘরে ছিল, যা প্রেমযোগে বাধা তৈরি করছিল। মার্চ মাসের পরে শনির প্রভাব পঞ্চম ঘর থেকে দূর হয়ে যাবে। সাধারণত এর ফলে আপনার প্রেম জীবনে উন্নতি আসবে। এর কারণে প্রেমে মেজাজ হারানো বা পুরোনো সমস্যা অথবা রাগারাগি খুব কম হবে।  বৃহস্পতির গমন মে মাসের মধ্য পর্যন্ত অনুকূল থাকবে, ফলে এসময় একে অপরপের প্রতি আকর্ষিত হবেন। অতএব, নতুন বছরটায় পুরানো সমস্যা দূর হয়ে প্রেমের জীবন ভালভাবে উপভোগ করতে সক্ষম হবেন। মকর রাশির জাতক/জাতিকার নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে।

সিংহ / লিও (জুলাই ২৪  – আগস্ট ২৩) : বছরটা আপনার প্রেম জীবন মন্দের ভালো। ২০২৫ র অনুসারে মার্চ মাসের পর আপনার জন্মছকে শনির দশম দৃষ্টি প্রেমভাবে থাকবে। যার কারণে আপনার সাথে প্রেমে ভান করা প্রেমিক/প্রেমিকার সাথে সমস্যা দেবে। তবে সত্যিকারের সাথে আপনাকে কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না। সুতরাং, আপনি আপনার প্রেম জীবন উপভোগ করতে চান তবে বুঝেশুনে মনের মানুষ বাছুন। যারা প্রেমের বিয়ে করতে ইচ্ছুক তাদের সময় সহজ এবং শুভ হবে।

কন্যা / ভার্গ  (আগস্ট ২৪  – সেপ্টেম্বর ২৩) : নতুন বছরে প্রেমযোগে মিশ্রভাব দেখা দেবে। আপনার জন্ম ছকের পঞ্চম ঘরের অধিপতি শনি গ্রহ বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত ষষ্ঠ ভাবে থাকবে। এটি অর্থপূর্ণ প্রেমে সহায়ক হবে। মার্চের পরে, শনি সপ্তম ঘরে গমন করবে, যা প্রেম পরিণতি বিয়ের সহায়ক হবে। অর্থাৎ যারা নতুন বছরে প্রেম বিয়েতে রূপান্তর করতে চায়, তাহলে এই ক্ষেত্রে অধিপতি শনি আপনাকে সাহায্য করবে। আবার অনেক ক্ষেত্রে কিছু জাতক / জাতিকার তাদের প্রেমের সম্পর্কে হতাশ হতে পারেন। তবে প্রেম ভেঙে যাবে এমনটাও না। ফলে নতুন বছররে প্রেমের সম্পর্ক আপনাকে মিশ্র ফলাফল দিতে পারে।

তুলা/ লিব্রা  (সেপ্টেম্বর ২৪   – অক্টোবর ২৩) : তুলা রাশিদের প্রেম জীবনের দৃষ্টিকোণ থেকে মিশ্রফল দেবে। তবে কিছু ব্যাপারে দুর্বল থাকতে পারেন। বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত পঞ্চম ঘরে শনি গ্রহের প্রভাব থাকবে। ফলে প্রেম সম্পর্কের ব্যাপারে নিরসতা ভাব দেখা দিতে পারে। অর্থাৎ প্রেম জীবন আপনা কাছে অনেক ক্ষেত্রে বিশেষ মজা দেবে না। একে অপরের প্রতি টান অনুভব হতে নাও করতে পারেন। একে অপরের দোষ খুঁজতে পারেন। কিছু ভুল বোঝাবুঝি নতুন করে শুরু হতে পারে। এই সবের মধ্যে, ইতিবাচক বিষয় হবে যে মে মাসের মাঝামাঝি পরে, আপনার জন্মছকের পঞ্চম ঘরে বৃহস্পতির প্রভাব পড়তে শুরু হবে। যা ফলে ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে। অর্থাৎ বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত সময়টা দুর্বল থাকবে। মার্চ থেকে মে মাসের মধ্যে সময়টি অনুকূল। মে মাসের পরের সময়টা মিশ্র হতে পারে, অর্থাৎ কিছু সমস্যা দেখা দেবে তবে শীঘ্রই সমাধান হয়ে যাবে, সেজন্য আমরা এই বছরটিকে প্রেমের ক্ষেত্রে মিশ্র বলা হচ্ছে।

বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪  – নভেম্বর ২২) : নতুন বছরে প্রেম সম্পর্কে মিশ্রভাব থাকবে। যদি আপনার ভালবাসা সত্য থাকে তবে শনি আপনার ক্ষতি না করে ভাল ফল দিতে চাইবে। বৃশ্চিক রাশিফল ২০২৫ অনুসারে, বছরের প্রথমার্ধে বৃহস্পতি গ্রহ আপনার জন্য সহায়ক হবে। এইভাবে, আপনি বছরের প্রথম ভাগে আপনার প্রেমের জীবন আরও ভালভাবে উপভোগ করতে সক্ষম হবেন। বছরের দ্বিতীয়ার্ধ মিশ্রফল দেবে। অর্থাৎ যদি আপনার প্রেম বাস্তবিক হয় এবং ভবিষ্যৎ বিবাহ ইচ্ছা রাখেন এই স্থিতিতে আপনার জন্য শুভ। আর যদি টাইম পাস প্রেম করেন তাহলে শনির কারণে সম্পর্কে বিবাদ বাধবে, এমনকী ভেঙেও যাবে।

ধনু / স্যজিটেরিয়াস (নভেম্বর ২৩  – ডিসেম্বর ২১) :  প্রথম ভাগে প্রেম সম্পর্ক কিছুটা দুর্বল থাকতে পারে। যদিও মে মাসের মধ্য ভাগের পরে আপনার জন্মছকে বৃহস্পতি সপ্তম ঘরে গমনে প্রেম জীবনে অনুকূলতা আসতে পারে। ফলে বছরের দ্বিতীয় ভাগে প্রেম সম্পর্ক খুব ভালো ফল দেবে। এমন পরিস্থিতিতে বছরের প্রথমার্ধে প্রেম সম্পর্কের বিষয়ে গাফিলতি করা উচিত নয়। এমনকি ছোটখাটো বিবাদের ক্ষেত্রেও আপনাকে প্রেমিক/প্রেমিকা পুরো সময় দিতে হবে। তাকে বোঝানোর চেষ্টা করতে হবে এবং বিবাদ বাড়ানো যাবে না। যদি সত্যিকারে ভালবেসে থাকেন তাহলে বছরের দ্বিতীয়ার্ধ খুব ভালো ফল দেবে।

মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২  – জানুয়ারি ২০) : মকর রাশিদের, প্রেম সম্পর্কে জানুয়ারী থেকে মার্চ মাস পর্যন্তের সময় বেশ ভালো।  বছরের শুরু থেকে নিয়ে মে মাসের পরে সৌভাগ্যের কারক বৃহস্পতির গমন আপনার জন্মছকের পঞ্চম ঘরে হবে। যা প্রেম সম্পর্কে অনুকূলতা বানিয়ে রাখার চেষ্টা করবে। যদিও তারমধ্যে মার্চের পরে শনির প্রভাব পঞ্চম ঘরে শুরু হয়ে যাবে। সুতরাং, ছোটখাটো অমিল তখন থেকে শুরু হতে পারে। তবে আপনি যদি থামানোর চেষ্টা করেন থামাতে সক্ষম হবেন। আপনি কর্ম এবং ভাগ্যের সঙ্গমে আপনার প্রেম জীবন উপভোগ করতে পারেন।

কুম্ভ / অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১  – ফেব্রুয়ারি ১৯) : কুম্ভ রাশিদের প্রেমযোগ মিশ্র ফল দেবে। কিছু ব্যাপারে বেশ শুভভাব দেখা দেবে। আপনার জন্মছকের পঞ্চম ঘরে বুধের গোচর নতুন বছরের অধিকাংশ সময় প্রেমে শুভভাব বজায় থাকবে। তবে কিছু ক্ষেত্রে প্রেম সম্পর্কের মধ্যে কিছু উত্থান-পতন হতে পারে। তবে কোনও বড় সমস্যা হবে না। ফলে ২০২৫ র অনুসারে সময়ে সময়ে কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই প্রেমের সম্পর্কের জন্য বছরটিকে গড় ফল বা মিশ্রফল ভাল বলা হচ্ছে। যাদের অবস্থা অনুকূল তারা বৃহস্পতির সহযোগিতায় মে মাসের মাঝামাঝি পরে খুব ভাল ফল পেতে পারেন, তবে সাধারণভাবে আমরা বলতে চাই যে এই বছরটি প্রেমের সম্পর্কের জন্য শুভ। চলতি বছর থেকে নতুন বছরে খুব একটা তফাৎ হবে না।

মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০  – মার্চ ২০) : নতুন বছরের শুরু থেকে মোটামুটি মে মাসের মধ্য ভাগ পর্যন্ত আপনার জন্মছকের রাহুর প্রভাব পঞ্চম ঘরে। এই কারণে কোনো বড় সমস্যা আপনার প্রেম জীবনে আসবে না। কিন্তু ছোটখাট ভুল ধারণা মাঝেমধ্যে থাকতে পারে, যা আপনি বুদ্ধির সাথে সামলে নিতে পারবেন। প্রেম জীবনকে উপভোগ করবেন। মে মাসের পরে রাহুর প্রভাবও পঞ্চম ভাব থেকে দূর হয়ে যাবে। অতএব আপনি আপনার চেষ্টাতে, আপনার কাজ আর আপনার ব্যবহারের অনুসারে আপনার প্রেম জীবনে পরিণাম প্রাপ্ত করবেন। অতএব, এই বছর মীন রাশির ২০২৫ অনুসারে, আপনি আপনার প্রেমে স্বচ্ছতা বজায় রেখে আপনার প্রেমের জীবন উপভোগ করতে সক্ষম হবেন।

এ সম্পর্কিত আরও খবর