বিএসএমএমইউর থিসিস-এমপিএইচ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

, স্বাস্থ্য-বার্তা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-16 20:43:52

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত সাত মেডিকেল কলেজে এমপিএইচ, থিসিস, কমপ্রিহেনসিভ ও মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি।

রোববার (১৫ ডিসেম্বর) বিএসএমএমইউর পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিললুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জানুয়ারি-২০২৫ সেশনে এমপিএইচ, থিসিস, কমপ্রিহেনসিভ ও মৌখিক পরীক্ষার কোর্সের পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের আগামী ২৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন ফরম পূরণ করতে হবে। ছাত্র-ছাত্রীদের আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা প্রদান সম্পর্কিত যাবতীয় নিয়মাবলি নোটিসে উল্লেখ করা হলো।

পরীক্ষার ফি-সহ বিশ্ববিদ্যালয়ে আবেদন ফরম জমাদানের তারিখ ২৬ ডিসেম্বর।

এ সম্পর্কিত আরও খবর