নিবন্ধিত সকল চিকিৎসককে আগামী ৩১ জানুয়ারি মধ্যে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়া নির্দেশ দিয়েছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএমডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল হতে মেডিকেল চিকিৎসক/ডেন্টাল চিকিৎসক হিসেবে চূড়ান্ত নিবন্ধন প্রাপ্ত সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সূত্রোক্ত পত্রের মাধ্যমে আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৪ অনুযায়ী রিটার্ন দাখিলের প্রমাণ (Proof of Submission of Return or PSR) দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।’
‘বর্ণিত অবস্থায়, চূড়ান্ত নিবন্ধন প্রাপ্ত (Full Registered) মেডিকেল চিকিৎসক/ডেন্টাল চিকিৎসকগণকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে বিএমএন্ডডিসি অনলাইন পেমেন্ট সিস্টেমে লগইন করে ডকুমেন্টসমূহ আপলোড করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো’।