নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোববার (৪এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, করোনার উপসর্গ থাকায় গতকাল শনিবার সকালে ঢাকার প্রাভা হেলথ এ তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। পরে রোববার বিকেলে তার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি ঢাকার বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।