মিরপুরে নাগলিঙ্গম

বিবিধ, ফিচার

মায়াবতী মৃন্ময়ী, অতিথি লেখক, বার্তা২৪.কম | 2023-08-30 17:07:30

রাজধানী ঢাকার মিরপুরে দেখা পাওয়া গেছে বিরল প্রজাতির নাগলিঙ্গম। ফুলও ফুটেছে তাতে। বহু মানুষ ভিড় করে দেখছে সেই অপূর্ব উদ্ভিদের শোভা।

অবসরপ্রাপ্ত ঊর্ধতন সরকারি কর্মকর্তা, মৎস্যবিজ্ঞানী আবুল হাশেম সুমন বার্তা২৪.কমকে নাগলিঙ্গমের খবর জানান। ঢাকাস্থ মিরপুর -২, সি ব্লকে বাংলাদেশের অতি দুর্লভ একটি পুরনো গাছের কাণ্ড থেকে বের হয়ে আসা অপরূপ রংয়ের ফুল ও ফল দেখে লোকজন অবাক হয়ে তাকিয়ে থাকে। তিনি সরেজমিনে পর্যবেক্ষণ করে দেখতে পান, উদ্ভিদটি আসলে বিরল প্রজাতির। যার বাংলা নাম নাগলিঙ্গম।

আবুল হাশেম সুমন বার্তা২৪.কমকে বলেন, 'এ গাছের অনেক ঔষধি গুণ রয়েছে বলে জানা যায়। ভেষজ ও ঔষধি গুণসম্পন্ন এ জাতীয় মূল্যবান চমৎকার দুর্লভ গাছ সংরক্ষণ করা একান্তই প্রয়োজন। বাংলাদেশে এ গাছ খুব বেশি নেই। ঢাকা শহরেও তেমন দেখতে পাওয়া যায় না।'

মিরপুরের দুর্লভ প্রজাতির এই বিরল নাগলিঙ্গম দেখতে প্রচুর ভিড় হচ্ছে। অনেকে মোবাইল ক্যামেরায় নাগলিঙ্গমে ছবি তুলে রাখছেন। স্মৃতির অ্যালবামে ধরে রাখছেন অনন্য নাগলিঙ্গমের শোভা ও লালিত্য।

এ সম্পর্কিত আরও খবর