সিসিমপুরের বিশেষ পর্ব “এলমো’র বিশ্ব সংবাদ”

ছোটপর্দা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 00:12:07

কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে শিশু ও তাদের পরিবারের জন্য সিসিমপুর নির্মাণ করেছে বিশেষ একটি পর্ব। নাম “এলমো’র বিশ্ব সংবাদ”।

আগামী ২৭ জুন বিশেষ এই পর্বটি প্রচারিত হবে দেশের ৭টি টেলিভিশন চ্যানেলে। দীপ্ত টিভিতে সকাল ৭:৪৫ মিনিটে, দুরন্ত টিভিতে বেলা ১ টায়, আরটিভি বিকেল ৫টা ৩০ মিনিটে, বাংলা টিভি বিকেল ৫টা ৩০ মিনিটে, মাছরাঙা টিভিতে সন্ধ্যা ৬:৩০ মিনিটে, বিজয় টিভিতে রাত ৯:০০ টায় এবং বিটিভিতে রাত ৯:৩০ মিনিটে।

বিশেষ এই পর্বটি শিশুদেরকে খেলার মাধ্যমে শিখতে সাহায্য করবে। সাহায্য করবে বড়দের এবং শিশুদের আনন্দ, দুঃখ, হতাশা ইত্যাদি অনুভূতিগুলোর সাথে মানিয়ে নিতে।

এলমো তার ঘরে থেকে খেলে একটা মজার খেলা। সে “এলমো’র বিশ্ব-সংবাদ” নামে একটি অনুষ্ঠান সঞ্চালন করে যেখানে ঘরে থেকেই তার সাথে যোগ দেয় হালুম, টুকটুকি, গ্রোভার, বিস্কুট পাগলা, রায়া এবং সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের শিশুরা।

পর্বটিতে প্রিয় বন্ধু হালুম আর টুকটুকিকে দেখা যাবে রিপোর্টারের ভূমিকায়।

লেগো ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় নির্মিত এই বিশেষ পর্বটি বাংলাদেশসহ এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রচারিত হচ্ছে।

২০০৫ সালে ইউএসএআইডি-র আর্থিক সহযোগিতায় তৈরি হওয়া সিসিমপুর সম্প্রতি পূর্ণ করেছে তার নিরবচ্ছিন্ন যাত্রার ১৫ বছর।

এ সম্পর্কিত আরও খবর