কার্ট কোবাইন আমেরিকার জনপ্রিয় একজন রকস্টার। মাত্র ২৭ বছর বয়সে ১৯৯৪ সালে আত্মহত্যা করেন তিনি। কিন্তু তার আগেই নিজের নামের সঙ্গে জুড়িয়ে নিয়েছেন রকস্টারের খ্যাতি। মিউজিক ক্যাবল চ্যানেল এমটিভি’র ‘আনপ্লাগড’ সিরিজে গান গেয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যান তিনি। যা এখন পর্যন্ত আইকনিক শো হিসেবে বিবেচনা করা হয়।
আর ওই শো'তে কোবাইনের ব্যবহৃত পোশাক নিলামে ওঠায় ‘জুলিয়েন অকশন’ নামে একটি প্রতিষ্ঠান। নিউইয়র্কে হয়ে যাওয়া এই নিলামে তার ব্যবহৃত জামা-কাপড়গুলো বিক্রি হয়েছে প্রায় ৩ লাখ ৩৪ হাজার মার্কিন ডলারে।
তার জামার মধ্যে ছিল আধোয়া, সিগারেট-ঝলসিত একটি সুয়েটার এবং একটি কোর্ট। মৃত্যুর পর থেকে তার ব্যবহৃত এই জিনিসগুলো আর ধোয়া হয়নি।
এদিকে চার বছর আগে কোবাইনের ব্যবহৃত এই পোশাক একবার বিক্রি করা হয়। যা ক্রয় করেন গ্যারেট ক্লেজিয়ান নামের এক ব্যবসায়ী। তখন তিনি এই জিনিসগুলো ১লাখ ৩৭ হাজার ৫০০ ডলারে ক্রয় করেছিলেন।
এ বিষয়ে নিলাম করা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ড্যারেন জুলিয়েন বলেন, ‘কোবাইন যে পোশাক পরিধান করেছে তাই পবিত্র হয়ে গেছে।’
এর আগে তার ব্যবহৃত একটি গিটার বিক্রি করা হয় ৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলারে।