সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অভিষেক হলো জেনিফার অ্যানিস্টোনের। মঙ্গলবার (১৫ অক্টোবর) নিজের নামে অ্যাকাউন্টটি চালু করেছেন হলিউডের এই অভিনেত্রী।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু করার পর প্রথমেই ‘ফ্রেন্ডস’ সিরিজের সহশিল্পীদের সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করেছেন ৫০ বছর বয়সী এই তারকা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এখন আমরা ইনস্টাগ্রামেও ফ্রেন্ডস। হায় ইনস্টাগ্রাম।’
মজার বিষয় হলো- অ্যানিস্টোন সেলফি শেয়ার করার পর মাত্র এক ঘণ্টায় সেটিতে লাইক পড়েছে হাজার। তবে তার চাইতেও চমকপ্রদ তথ্য হলো- ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি চালু করার পর মাত্র ১৪ ঘণ্টায় হলিউডের এই অভিনেত্রীর ফলোয়ার সংখ্যা হয়েছে ৫৪ লাখ। বর্তমানে অ্যানিস্টোনের ফলোয়ার ৭২ লাখ।
শুধু অ্যানিস্টোনকেই ফলো নয়, হলিউডের এই অভিনেত্রীও ১১০ জনকে ফলো করছেন। তালিকায় রয়েছেন- জেনিফার গার্নার, শার্লিজ থ্যারন, জুলিয়া রবার্টস, কেট হাডসন, নিকোল কিডম্যান, গিনেথ প্যালট্রো, রিজ উইদারস্পুন, অপরাহ্ন উনফ্রে, লিওনার্দো ডিক্যাপ্রিও এবং জিমি কিমেল।