মাত্র ১৬ বছর বয়সে লাইট-ক্যামেরা-অ্যাকশনের ঝলমলে জগতে পা রাখেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা।
ক্যারিয়ারের এত বছরে এসে সিনেমার কাজ কমিয়ে দিয়েছেন পূর্ণিমা। তবুও এখনো আছেন তুমুল জনপ্রিয়। সেটা তার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চোখ রাখলেই দেখা যায়।
সেই পূর্ণিমার সঙ্গে কথা বলার সুযোগ এসেছে আপনার জন্য। তাকে ফোন করলেই প্রশ্নের উত্তর দেবেন তিনি। ১৫ অক্টোবর (মঙ্গলবার) রাত ৮টায় যেকোনো রবি অথবা এয়ারটেল নাম্বার থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই এই অভিনেত্রীর সঙ্গে কথা বলা যাবে।
এ বিষয়ে এক ভিডিও বার্তায় পূর্ণিমা বলেন, ‘দর্শকের সঙ্গে গল্প করার জন্য দারুণ একটা সুযোগ পেয়েছি। আগামী ১৫ অক্টোবর ঠিক রাত ৮টায় আমি থাকছি স্টার জোন সার্ভিসে। থাকব শুধু দর্শকের সঙ্গে আড্ডা দিতে। আমি রেডি আপনারা রেডি তো? আমি থাকব শুধু আপনাদের অপেক্ষায়।’
পূর্ণিমার সঙ্গে দর্শকের সরাসরি কথা বলার সুযোগ করে দিচ্ছে রবি-এয়ারটেল ও লাইভ এন্টারটেইনমেন্ট। এর আগেও দেশের অনেক জনপ্রিয় তারকা হাজির হয়েছেন এ আয়োজনে।