চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রাফাহ নানজীবা তোরসা এবার লড়ছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’-এর তৃতীয় আসরে।
প্রায় ৩৮ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে এবং বিভিন্ন ধাপ পেরিয়ে সেরা ১২তে জায়গা করে নিয়েছেন রাফাহ। তাকে নির্বাচিত করতে প্রয়োজন বিপুল পরিমাণ ভোটের। ভোট দেওয়া যাবে আজ (১১ অক্টোবর) রাত ৮টা পর্যন্ত।
গত ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করে নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচনের এই আয়োজনটি। অমিকন এন্টারটেইনমেন্টের সঙ্গে অনুষ্ঠানটির আয়োজক সহযোগী হিসেবে থাকছে এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট।
এর আগে ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র মুকুট জয় করেছেন জেসিয়া ইসলাম ও ২০১৮ সালে বিজয়ী হন জান্নাতুল ফেরদৌস ঐশী।