বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে গেল ২৪ মে মাসে। নিয়ম অনুসারে, মেয়াদ শেষ হওয়ার ৩ মাসের মধ্যে তফসিল ঘোষণা করে নির্বাচন করে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা।
কিন্তু নিয়ম অনুসারে সেসব কিছু না হলেও গতকাল (১৯ সেপ্টেম্বর) কার্যকরী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ১৮ অক্টোবর এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বার্তাটোয়েন্টিফোর.কমকে এমন তথ্য নিশ্চিত করেছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খান।
জায়েদ খান বলেন, ৪ অক্টোবর শিল্পী সমিতির মিটিং শেষে নির্বাচনের তফসীল ঘোষণা করবেন সভাপতি মিশা সওদাগর। এরপর আমরা (বিদায়ী কমিটি) শিল্পী সমিতির ভোটার তালিকা প্রকাশ করবো।
এদিকে এরই মধ্যে আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। এর বাইরে এবারের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে এখনো তেমন কোন ঘোষণা আসেনি।