হলিউডের একটি স্বল্পদৈর্ঘ্যর মধ্য দিয়ে শিগগিরই অভিনয় জগতে পা রাখতে যাচ্ছেন সুহানা খান। তার আগে বন্ধুদের সঙ্গে নিউইয়র্কে ঘুরে বেড়াচ্ছেন শাহরুখ কন্যা।
শুধু বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি নয়, সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করেছেন সুহানা। আর তাতেই ঘটল বিপত্তি।
শেয়ার করা ছবিগুলোতে সুহানার মিষ্টি হাসি সকলের নজর কাড়লেও, খোলামেলা পোশাক পরার কারণে বিতর্কিত হতে হচ্ছে তাকে।
ছবিটির নীচে মন্তব্য করে একজন লিখেছেন, সুহানা যে শাহরুখ খানের মেয়ে সেটি তার মাথায় রাখা উচিত।
আবার কারও মতে, এই বয়সে এমন খোলামেলা পোশাক পরে ছবি দেওয়া উচিত নয়।
কেউ কেউ তো আবার ধর্ম নিয়ে খোঁচা দিয়ে সুহানাকে বলেছেন, সুহানা মুসলিম। তা সত্ত্বেও তিনি কীভাবে এমন পোশাক পরতে পারেন?
মাস কয়েক আগে ভোগ ম্যাগাজিনের একটি ফটোশুটে অংশ নিয়ে গ্ল্যামারাস দুনিয়ায় পা রাখেন সুহানা। গত আগস্টে ‘দ্য গ্রে পার্ট অফ ব্লু’ নামক স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয়ের বিষয়ে নিশ্চিত করেছেন তিনি।
ছবিটি পরিচালনা করছেন সুহানার সহপাঠী থিওডোর গিমেনো। এতে সুহানার বিপরীতে দেখা যাবে রবিন গোনেলাকে।
আরও পড়ুন: বলিউড নয়, হলিউডে হচ্ছে সুহানার অভিষেক
আরও পড়ুন: কিসের শুটিং করছেন শাহরুখকন্যা?
আরও পড়ুন: বেলি ড্যান্স শিখছেন শাহরুখের মেয়ে