বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন বিশ্বের সকল তারকারা। এসব তারকারা ফেসবুকে ভক্তদের সঙ্গে নিজেদের কাজের ও ব্যক্তিগত মুহূর্তের অনেক কিছুই শেয়ার করে থাকেন।
ভক্তরা ফেসবুকে তারকাদের ভ্যারিফাইড পেজে লাইক দিয়ে তারকার সকল আপডেট পেয়ে যান। এই লাইক সংখ্যাকে তারকাদের ভক্তের সংখ্যা হিসাবেও গণনা করা হয়। বার্তাটোয়েন্টিফোর.কম বাংলাদেশের অভিনেতা ও অভিনেত্রীদের ফেসবুক পেজের লাইকের সংখ্যার উপর ভিত্তি করে একটি তালিকা তৈরি করেছে।
সেই তালিকার শীর্ষে আছেন অভিনেত্রী পরীমনি। ফেসবুক লাইক সংখ্যার ভিত্তিতে পরীমনি বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। তার ফেসবুক পেজের লাইক সংখ্যা ৮.৮ মিলিয়ন। তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। এই অভিনেত্রী ফেসবুক পেজের লাইক সংখ্যা ৭ মিলিয়ন।
অন্যদিকে তালিকার তৃতীয় অবস্থানে আছেন অপু বিশ্বাস। শীর্ষ দুই জনের পেজের লাইক সংখ্যা ৮ ও ৭ মিলিয়ন হলেও অপু বিশ্বাসের পেজের লাইক সংখ্যা ২.৮ মিলিয়ন। এই সংখ্যা নিয়ে তিনিই বাংলাদেশের শোবিজে তৃতীয় ব্যক্তির স্থান দখল করে আছেন ফেসবুকে।
শাকিব খান দেশের শীর্ষ নায়ক হলেও ফেসবুকের ভক্তের সংখ্যা হিসাবে তার অবস্থান চতুর্থ। তার ফেসবুক পেজে লাইকের সংখ্যা ২.৭ মিলিয়ন।
শাকিবের পরের অবস্থানে আছেন মডেল নায়লা নাঈম, অভিনেত্রী বিদ্যা সিনহা মীম ও উপস্থাপক ফারহানা নিশো। তাদের ফেসবুক পেজের লাইক সংখ্যা যথাক্রমে ২.৫,২.৫ ও ১.৭ মিলিয়ন।
তালিকার অষ্টম অবস্থানে আছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তার ফেসবুক পেজের লাইক সংখ্যা ১.৯ মিলিয়ন। তালিকার নবম স্থানে অবস্থান করেছেন মোশাররফ করিম। তার ফেসবুকে লাইন সংখ্যা ১.৪ মিলিয়ন। ১.৩ মিলিয়ন লাইক নিয়ে তালিকার দশম স্থানে অবস্থান করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা।
এই তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, বাংলাদেশে ফেসবুকে শীর্ষ শোবিজ তারকার মধ্যে শুধু শাকিব খান ও মোশাররফ করিম বাদে বাকী ৬ জন চিত্রনায়িকা, একজন মডেল ও উপস্থাপক।
ফেসবুকে বাংলাদেশে থেকে অভিনেতা ক্যাটাগরিতে নিবন্ধিত ভ্যারিফাইড পেজ গুলোর মধ্যে এই তালিকা তৈরি করেছে বার্তাটোয়েন্টিফোর.কম।