বয়সের ছাপ নেই তার সৌন্দর্যে। দিন দিন নিজেকে যেন আরও মোহনীয় করে তুলছেন তিনি! কথা হচ্ছে- দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নিত্য নতুন আকর্ষণীয় ছবির জন্যও তুমুল জনপ্রিয় জয়া আহসান। কখনো শাড়ি, আবার কখনো ওয়েস্টার্ন পোশাকে নজর কাড়েন জয়া।
তবে এবার জয়ার নজর কাড়ার কারণটা ভিন্ন। হাফ প্যান্ট পরে সম্প্রতি নিজের ফেসবুকে ও ইন্সটাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। ছাই রঙা হাফ প্যান্ট ও সাদা শার্টে ফটোশুটে দেখা মিললো এক নতুন জয়ার।
এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে জয়ার ছবিগুলো। ফেসবুকে প্রায় ৪৫ হাজার মানুষ পছন্দ, ভালোবাসা ও অবাকের তালিকায় রেখেছেন জয়া আহসানকে। এদিকে মন্তব্য করেছেন প্রায় ৪ হাজারের বেশি মানুষ।
জানা গেছে, একটি ফ্যাশন হাউজের জন্য এসব ফটোশুট করা হয়েছে। ছবিগুলোর ফটোগ্রাফার রফিকুল ইসলাম রাফ।
এদিকে ২২ জুলাই লন্ডন ঘোরাঘুরি শেষে কলকাতা হয়ে দেশে ফিরেছেন জয়া আহসান।