দুই বাংলায় কাজ করেছেন বাংলাদেশে মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পেয়েছেন জনপ্রিয়তাও। তবে এবার দুই বাংলা ছাড়িয়ে মুম্বাইয়ে অভিষেক হয়েছে মিমের।
মুম্বাইয়ের নাম করা ফ্যাশন হাউজ ‘বিনয়’-এর মডেল হয়েছেন তিনি। সেখানে আরও একটি কাজের প্রস্তাব পেয়েছেন বলে বার্তাটোয়েন্টিফোর.কমকে জানিয়েছেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার (১৮ জুলাই) কয়েকটি ছবি শেয়ার করেছেন মিম। সেই সঙ্গে একটি ভিডিও। যেখানে বেশ কয়েকটি শাড়ি পরে ছবি তোলার জন্য পোজ দিতে দেখা যাচ্ছে তাকে।
এ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, “গত মাসের ২৮ তারিখ মুম্বাইয়ের নামকরা ফ্যাশন হাউজ ‘বিনয়’ এর মডেল হিসেবে গুজরাটে ফটোশুটে অংশ নিয়েছিলাম। সম্প্রতি সেখনাকার আরও একটি ফ্যাশন হাউজের মডেল হওয়ার প্রস্তাব পেয়েছি। ৪ দিনের সফরে ২২শে জুলাই আবার মুম্বাই যাচ্ছি।’
২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম-স্থান লাভ করেছিলেন বিদ্যা সিনহা মিম। একই বছর হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক হয়।