বিশ্বকাপের সেমি ফাইনাল ম্যাচ দেখতে বর্তমানে লন্ডনের বার্মিংহামে অবস্থান করছেন অভিনেত্রী জয়া আহসান। সেখানেই জনপ্রিয় এই অভিনেত্রীর দেখা হলো বলিউড অভিনেতা আদিত্য রয় কাপুরের সঙ্গে।
শুধু দেখা নয়, দু’জনে একফ্রেমে বন্দিও হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আদিত্যর সঙ্গে তোলা সেই ছবি শেয়ার করেছেন জয়া আহসান।
মাত্র দুই ঘণ্টায় ছবিটিতে পড়েছে প্রায় ২৩ হাজার লাইক। সেই সঙ্গে বয়ে যাচ্ছে কমেন্টের বন্যা।