ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বলিউড অভিনেত্রীদের প্রেম নিয়ে নতুন করে বলার কিছু নেই। মনসুর আলি খান পতৌদি-শর্মীলা ঠাকুর থেকে শুরু করে হরভাজন সিং-গীতা বাসরা, বিরাট কোহলি-আনুশকা শর্মা, জহির খান-সাগরিকা ঘাটগে, যুবরাজ সিং-হ্যাজেল কিচসহ অনেকেই আছেন এই তালিকায়।
এবার এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও দুটি নাম। শোনা যাচ্ছে- ভারতীয় ক্রিকেটার জশপ্রীত বুমরাহ ও দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরান প্রেমের জলে হাবুডুবু খাচ্ছেন। তবে বিষয়টি কেউই স্বীকার করেননি তারা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনুপমার একটি ছবির নীচে কমেন্ট করতে দেখা গেছে জশপ্রীত বুমরাহকে। এরপর থেকেই শুরু হয় এই তারকা জুটির প্রেমের গুঞ্জন।