ঐতিহাসিক লর্ডসে চলছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচ দুই দলের জন্য বিশ্বকাপের শেষ ম্যাচ। লর্ডসে অনুষ্ঠিত এ ম্যাচে বাংলাদেশের ক্রিকেটারদের উৎসাহ দিতে দর্শক গ্যালারি উপস্থিত রয়েছেন শোবিজ তারকারাও।
অভিনেত্রী আশনা হাবিব ভাবনার ফেসবুক পোস্টে দেখা যায়, আজ লর্ডসে বসে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ উপভোগ করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, নাটক ও সিনেমার দর্শকনন্দিত অভিনেতা ফজলুর রহমান বাবু ও নাট্য নির্মাতা অনিমেষ আইচ।
জানা গেছে, জন্মদিনের দিন কলকাতা থেকে যুক্তরাজ্যের বিমান ধরেন জয়া আহসান। এর আগে জয়া আইসিসি’র আমন্ত্রণে বিশ্বকাপের উদ্বোধনী আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন। অন্যদিকে ২০ দিনের ছুটিতে ২ জুলাই লন্ডনে গেছেন আশনা হাবিব ভাবনা ও অনিমেষ আইচ।