ভারতের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট 'হইচই'র পর এবার বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করেছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'জিফাইভ'। জিফাইভ বাংলাদেশের মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি ও এয়ারটেলের সঙ্গে যুক্ত হয়েছে।
বুধবার (৩ জুলাই) ঢাকার এই হোটেলে বাংলাদেশে 'জিফইভ'র আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করেন জিফইভ’র গ্লোবাল চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ। এসময় উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী আইরিন সুলতানা, মাসুমা রহমান নাবিলা, মইনুল হাসান নোবেল প্রমুখ। অনুষ্ঠান শেষে মইনুল হাসান নোবেল গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী এক বছরে বাংলা ভাষায় ছয়টি মেগা প্রকল্প নিয়ে কাজ করবে জিফাইভ। এর আওতায় এদেশের জনপ্রিয় শিল্পীদের নিয়ে কাজ করবে জিফাইভ। এছাড়া নতুন কনটেন্টে তরুণশিল্পীদের খুঁজতে একটি ট্যালেন্ট হান্ট প্রোগ্রামও আয়োজন করবে।
উল্লেখ্য, রবি ও এয়ারটেল গ্রাহকরা দৈনিক সাত টাকায় অথবা সাপ্তাহিক ৪৫ টাকা সাবস্ক্রিবশন ফি দিয়ে এই সেবা গ্রহণ করতে পারবেন।