বার্মিংহামের এজবাস্টনে মঙ্গলবার (২ জুলাই) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ। কিন্তু ২৮ রানে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ।
এদিকে, বাংলাদেশ হেরে গেলেও বাংলাদেশি সমর্থকদের নিয়ে একটি মজার মন্তব্য করেছেন সুনীল গ্রোভার।
So many Bangladesh supporters are sitting with Tigers in hand. Just imagine If they were real. #IndiaVsBangladesh
— Sunil Grover (@WhoSunilGrover) July 2, 2019
মঙ্গলবার (২ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভারতের জনপ্রিয় এই কমেডিয়ান লিখেছেন- ‘অনেক বাংলাদেশি সমর্থক হাতে খেলনা বাঘ নিয়ে বসে ছিলেন। ভাবুন তো, যদি তারা সত্যিকারের জীবন্ত বাঘ হতো!’
গত ৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সুনীল গ্রোভার অভিনীত ‘ভারত’। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন সালমান খান, ক্যাটরিনা কাইফ, দিশা পাতানি, জ্যাকি শ্রফসহ অনেকে। বক্স অফিসে এখনও পর্যন্ত ছবিটির আয় ২০০ কোটি রুপির বেশি।